টানা দুদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পূর্ব মেদিনীপুরের ধান চাষীরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: গত কয়েকদিনের বৃষ্টি এবং আজ ভোররাতে ব্যপক ঝড় ও বৃষ্টির কারনে জেলার ধানচাষিরা চরম ক্ষতির শিকার।কোলাঘাট,নন্দীগ্রাম ২,ভগবানপুর ২ সহ এগরা পৌর এলাকার বিভিন্ন জায়গায় বোরো ধানের বিশাল ক্ষতি হয়েছেবলে অভিযোগ করেন একাধিক কৃষক।আজ ভোর রাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে এই বোরো ধান সহ বাদামের ক্ষতির আশংকায় ভাবিয়ে তুলেছে কি করবেন।শুধু তাই নয় এদিকে করোনা প্রকোপের লক ডাউন।যদিও কিছু ধান পাওয়া গেলো তার উপর বৃষ্টির জলে বোরো ধানের ক্ষতি,মাথায় হাত চাষীদের।একদিকে লক ডাউনের কারনে মানুষজনের কাজকর্ম না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ,তারওপর চাষের ক্ষতি।ফলে চাষিরা রীতিমতো গভীর আশংকায় দিনকাটাচ্ছেন।
No comments