Recent comments

ads header

Breaking News

করোনার প্রকোপ থেকে বাঁচতে দেবী দুর্গার শরণাপন্ন হলেন বাঁকুড়া জেলার পাত্রসায়ের এলাকার নতুন বাজারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:  
যতদিন যাচ্ছে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। স্বাভাবিক জীবন যাপন প্রায় ভুলে গেছে বিশ্ববাসি। এক সংকটময় অবস্থার সম্মুখীন মানুষজন। সংক্রমন ঠেকাতে জারি হয়েছে তৃতীয় দফার লকডাউন। দিকে দিকে শুরু হচ্ছে কোরোনার নমুনা পরীক্ষার কাজ। আপাতত সিবি ন্যাট যন্ত্রের সাহায্যে চলছে পরীক্ষা। বিভিন্ন ব্লক থেকে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে থাকা পুরুষ -মহিলাদের চিহ্নিত করে তাঁদের করোনা হাসপাতালে পাঠানোর নির্দেশ ও এসেছে ইতিমধ্যে। করোনার জেরে দেশের জনজীবন স্তব্ধ। অর্থনীতিতেও হচ্ছে ব্যাপক ক্ষতি। সংক্রমন প্রতিরোধ এ লকডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারতে। রেডজোন, অরেঞ্জজোন, গ্রিনজোন এ ভাগ করা হয়েছে রাজ্যের সমস্ত জেলাকে। এমত অবস্থায় করোনার প্রকোপ থেকে বাঁচতে দেবী দুর্গার শরণাপন্ন হলেন বাঁকুড়া জেলার পাত্রসায়ের এলাকার নতুন বাজারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। ঢাকের বাদ্য বাজিয়ে স্থানীয় পুকুর থেকে ঘট তুলে সামাজিক দূরত্ব বজায় রেখে হলো পূজাপাঠ। করোনার ভয়ানক প্রকোপ থেকে রক্ষা পেতে আপামর দেশবাসির উদ্দেশ্যে প্রার্থনা করলেন নতুন বাজারের মানুষ।             *(কল্যাণ দত্ত )*

No comments