হাফ সেঞ্চুরি করতে চলল লকডাউন, রুটি রোজগার বন্ধ, কেমন আছে সমুদ্র সৈকত দীঘা?
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
করোনা জর্জরিত গোটা ভারত সহ সারা বিশ্ব। প্রথম সারির পর্যটন কেন্দ্রে শিরোপা আদায় করেছে দীঘা পর্যটনকেন্দ্র। কয়েক হাজার হোটেল রয়েছে এই পর্যটন কেন্দ্র। প্রত্যহ দিন কয়েক হাজার মানুষের আনাগোনা। পূর্ব মেদিনীপুর জেলার এক শেষ প্রান্ত অবস্থিত দীঘা। দীঘার মানুষের রুটি-রুজির বলতে হোটেল ,স্টল দোকান, ফটো তোলার এবং যাত্রী বহনকারী ভ্যান , অটো টোটো ,ট্যাক্স । হাফ সেঞ্চুরি করতে চলল লকডাউন। রুটি রোজগার সমস্ত বন্ধ। হেঁসেলে টান পড়েছে মধ্যবিত্তের কপালে। বন্ধ মার্কেট । মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। সমস্ত হোটেল বন্ধ। চরম বিপাকে পর্যটন শিল্পে নির্ভরশীল মানুষদের
। সকলের একটাই প্রার্থনা ,করোনা নামক এক অশুভ শক্তিকে দূর করে সুস্থ পরিবেশ স্থাপন করে আগের ছন্দে ফিরুক দীঘা। তবেই জুটবে দুমুঠো ভাত, পার্থনা দীঘা পর্যটন কেন্দ্রের বসবাসকারীরা।
No comments