পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পূর্ব মেদিনীপুরে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আবারও চিন্তার ভাঁজ কোলাঘাট ব্লক এলাকায়।পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার পরই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে পূর্ব মেদিনীপুর সহ কোলাঘাট ব্লক এলাকাতেও।বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত কয়েকঘন্টায় আবার নতুন করে তিনজনের করোনা আক্রান্তের খবর মিললো।প্রথম জন কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের ২০ বছরের এক যুবকের।দ্বিতীয় করোনা পজেটিভ আক্রান্তের সন্ধান মেলে রাইন গ্রামের বছর তিরিশের এক যুবকের এবং শুক্রবার সকালে পুলশিটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কুমারহাট গ্রামের ৪২ বছরের একব্যক্তির শরীরে মেলে করোনার জীবানু। সবমিলিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই কোলাঘাট ব্লকের তিনজন পরিযায়ী শ্রমিকের শরীরে মিলেছে করোনা পজেটিভের জীবানু।এরা প্রত্যেকেই মহারাষ্ট্র ও গুজরাট থেকে আসা পরিযায়ী শ্রমিক।এরফলে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।এরআগে কোলাঘাট ব্লকের পরমানন্দপুর গ্রামের এক যুবকের শরীরে মিলেছিলো করোনা জীবানু।গতসপ্তাহেই সুস্থ হয়ে বাড়ি ফেরে ওই যুবক।এরপর একসাথে তিনজনের করোনা পজেটিভ,ফলে কোলাঘাট ব্লক প্রশাসনের রীতিমতো ঘুম উড়েছে এমন ঘটনায়।
No comments