কোলাঘাটে পূর্ব মেদিনীপুর মহিলা তৃনমূল কংগ্রেস ও কোলাঘাট ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাটের খন্যাডিহি হাইস্কুলের সভাকক্ষে পূর্ব মেদিনীপুর মহিলা তৃনমূল কংগ্রেস ও কোলাঘাট ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।কোভিড ১৯ মোকাবিলা প্রথম সারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কুর্নিশ জানাতে একমাস ব্যপি রক্তদান শিবিরের আয়োজন করেছে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেস।সেই উপলক্ষে জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে রক্তদানের অনুষ্ঠান। সেই উপলক্ষে ২৯ মে শুক্রবার সকালে খন্যাডিহিতে কোলাঘাট ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের পক্ষে এই রক্তদানের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র,জেলা পরিষদের মেন্টর অসিত ব্যাবার্জী,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহসভাপতি রাজকুমার কুন্ডু সহ বিশিষ্টজনেরা।
No comments