Recent comments

ads header

Breaking News

রায়না-১ ব্লকে করা হল কীটনাশক স্প্রে

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনাভাইরাস থাবা বসিয়েছে সারা বিশ্বে। সেইসাথে রাজ্য থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।  এর সাথে সাথে ডেঙ্গু যাতে আর মহামারীর রূপ ধারণ করতে না পারে,  সেই কারণে আজ রায়ান সাতগরিয়া এলাকায় পতঙ্গ বাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে করা হয়। এর আগে রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মীরা মানুষকে সচেতন করেছিলেন বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিলি করে।  আর আজ ওই এলাকায় কীটনাশক স্প্রে করে মানুষকে আরো একবার সচেতন করা হলো ।এলাকার বেশিরভাগ ঘর যেহেতু ধান জমির আশেপাশে তাই ওই এলাকার  ধান জমিতে জল জমে মশার লার্ভা জন্মায় প্রচুর, তাই মশার উৎপাত অনেক বেশি ওই এলাকায়। কোনোভাবেই যাতে ডেঙ্গু প্রভাব বিস্তার না করতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা হলো।  এলাকার মানুষ খুশি স্থানীয় এবং পঞ্চায়েত স্তরে এই কীটনাশক স্প্রে করার জন্য।

No comments