Recent comments

ads header

Breaking News

দার্জিলিং জেলার বাংলা বিহার সীমান্তের গোয়ালডাঙিতে আটকে দেওয়া হল চার শতাধিক পরিযায়ী শ্রমিকদের

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
লকডাউন শুরু হতেই ইটভাটার পরিযায়ী শ্রমিকরা কাজ হারান। এরপর প্রবল অর্থ সংকটকে পরেন তারা। এমনকি তারা যে ভাটায় কাজ করতেন সেখানে পাওনা টাকাও পায়নি। এরপরেই কোন উপায় না পেয়ে পায়ে হেঁটে। কেউ যাবে কোচবিহারে আবার কেউবা যাবে দিনহাটা বা মাথাভাঙায়। তবে এদিন সকালে দার্জিলিং জেলার বাংলা বিহার সীমান্তের গোয়ালডাঙি এলাকায় প্রায় ৪০০ শ্রমিক পৌঁছাতেই তাদের আটকে দেন খড়িবাড়ি থানার পুলিশ। ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যে মহম্মদ খলিল শেখ বলেন যে সারা রাত না খেয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সকালে এখানে এসে পৌঁছাই। তবে এখানে আসতেই দেখতে পাই যে বাশ দিয়ে রাস্তা আটকানো রয়েছি। এবং পুলিশ দাড়িয়ে আছেন। এরপর পুলিশের তরফ থেকে আমাদের বলা হয় যে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে। আমরা এখন কি করবো তা কিছুই বুঝে উঠতে পারছি না। দেলোয়ার শেখ বলেই বসলেন যে আমরা বহুবার বিহার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু বিহার সরকার কোন রকম সাহায্য করেনি। তাই পায়ে হেঁটেই বাড়ি ফেরার জন্য বেরিয়েছি। কিন্তু এই জায়গায় আসতেই আমাদের আটকে দেয়। তাই রাজ্য সরকারের কাছে কাতর আবেদন যে আমাদের বাড়ি ফেরার ব্যাবস্থা করুক। অপরদিকে বিহার সরকারের এই রকম অসহযোগিতা ক্ষুদ্ধ দার্জিলিং প্রশাসন। এর পাশাপাশি ওই এলাকায় মতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে ওই শ্রমিকদের বাড়ি ফেরা প্রায় অনিশ্চিয়তার মধ্যে। যদিও দেখার বিষয় কি ব্যাবস্থা নেয় প্রশাসন।

No comments