বাগদায় আগুনে ভষ্মীভুত তিনটি ঘর
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
একেতে করোনার জেরে লকডাউনের ফলে কাজ নেই তার উপরে গ্যাসথেকে আগুন লেগে ভষ্মীভুত ঘরবাড়ি l পুড়ে ছাই বাড়ির ছেলেদের সার্টিফিকেট ও ৮০ হাজার টাকা, সোনার গহনা l
উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঝিকরে গ্রামের রতন সরকার, সুবাস সরকার, বিকাশ সরকারের বাড়িতে মঙ্গলবার দুপুরে রান্না করতে গিয়ে গ্যাস থেকে আগুন লেগে যায় l নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে পুরো ঘড়ে l গ্রামের মানুষের চেষ্টায় আগুন নেভাতে নেভাতে পুড়ে ছাই পুরো ঘড় l বাড়ির ছেলেদের সার্টিফিকেট ও ৮০ হাজার টাকা, সোনার গহনা পুড়ে ছাই l
No comments