পূর্ব বর্ধমানের সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি ও অসহায় মানুষদের মাঝে আরো একবার সাহায্যার্থে পাশে থাকার দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব বর্ধমানের বেরুগ্রাম স্থিত সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।
পুরো বিশ্ব যখন আতঙ্কিত করোনা ভাইরাস নিয়ে। বন্ধ সারা বিশ্বের মতো পশ্চিমবঙ্গতেও ব্যাবসা বাণিজ্য, চাকরি, দোকানপাঠ এমনকি যানচলাচল ও। এমত অবস্থায় মানুষজন প্রায় অসহায়, দিশাহারা হয়ে দিন যাপন করছেন। এইসব দিকে লক্ষ্য রেখে মানুষের অসহায়তা দূরীকরনে দৃষ্টান্ত রাখলেন এবং অঙ্গীকারবদ্ধ হলেন সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিন তাঁরা হত দরিদ্র, দিন এনে দিন খায় এইরূপ প্রায় আট (8)টি গ্রামের 150টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন। ত্রাণ স্বরূপ দেওয়া হলো সর্ষের তেল, চিনি, বেসন, মুসুর ডাল, সুজি, লেরো, লাচ্ছা, সিমাই, এবং দুটি করে সাবান।
No comments