Recent comments

ads header

Breaking News

বালুরঘাট ব্লকের মালঞ্চা সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট, ১১ মে: রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা চক্র সংঘ স্পোটিং ক্লাব। সোমবার দুপুরে মালঞ্চা হাটখোলাতে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনে এই রক্তদান শিবিরে ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করে। যার মধ্যে আটজন মহিলা ছিলেন। এই আটজন মহিলার মধ্যে ছয়জন প্রথমবার রক্তদান করলেন। করোনা আতঙ্ক ও লকডাউনের মধ্যেই মেয়েদের রক্তদান অন্যদের উৎসাহিত করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মূলত লকডাউন ও করোনার জেরে বন্ধ হয়ে গেছিল বিভিন্ন রক্তদান শিবির। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক রক্ত সংকট দেখা দেয়। ঠিক এমন সময় রক্তদানে এগিয়ে আসে মালঞ্চা সংঘ স্পোর্টিং ক্লাব। 



No comments