ফের করোনা পজিটিভ রিপোর্ট এলো পূর্ব বর্ধমানে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ফের করোনা পজিটিভ রিপোর্ট এলো পূর্ব বর্ধমানে। স্থান সেই একই খণ্ডঘোষ এর বাদুলিয়া। এবার আক্রান্ত ৯ বছরের কিশোরী। আক্রান্ত কিশোরী করোনা আক্রান্তের ভাইজি। আজ সকালে পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান জেলা থেকে যাদের নমুনা পাঠানো হয়েছিল গতকাল সেই রিপোর্ট এসেছে, সেখানে নমুনা পজিটিভ এসেছে। কিশোরীকে দুর্গাপুর কোভিড level-3 হসপিটালে পাঠানো হয়েছে।
No comments