আসানসোল (দক্ষিণ) বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের বাদপাড়া ও বেগুনিয়া আদিবাসী পাড়ার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মহামারী করোনার জেরে জারি হওয়া লকডাউনের জন্যে গৃহবন্দী প্রান্তিক ও দিনমজুর মানুষ-জন যাতে অভুক্ত না থাকে তার জন্য আজ ই সি এল নিমচা কোলিয়ারী পক্ষ হইতে আসানসোল (দক্ষিণ) বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের বাদপাড়া ও বেগুনিয়া আদিবাসী পাড়ার মানুষজনদের কাছে পৌঁছে গিয়ে নিজ হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন আসানসোল দক্ষিণ বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়।
No comments