S.U.C.I এর প্রতিষ্ঠা দিবস উদযাপন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
শিবদাস ঘোষ ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ। তিনি ছিলেন সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া নামক দলের প্রতিষ্ঠাতা। মারণ ভাইরাস এর সংক্রমন রোধে এস ইউ সি আই কেন্দ্রীয় কমিটির নির্দেশে দলের 73 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে দুর্গাপুর দলের কর্মী সমর্থক দের ঘরে ঘরে। এই দলের মহান নেতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করলেন, দলের সদস্যা বেবি দাস।
No comments