Breaking News

টিটাগড় থানার অন্তর্গত পলতা বাবনপুর এলাকায় উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: টিটাগড় থানার পলতা বাবনপুর এলাকায় অসমাপ্ত গঙ্গা একশন প্ল্যান এলাকার পুকুরের পাশের থেকে উদ্ধার রক্তাক্ত নাবালক  মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ। মৃত কিশোরের নাম শ্রীদ্বীপ সমাদ্দার(১৫)।
গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল।মৃতের মা মনিমালা সমাদ্দার অভিযোগ টাকা চেয়ে ফোন আসে। সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চায়।টিটাগড় থানার পুলিশকে জানিয়ে লাভ হয়নি।সকালে এলাকার মানুষ চটি ও  মাস্ক পড়ে থাকতে  দেখতে পায়। তারপর ওই এলাকায় খুঁজতে গিয়ে দেহ উদ্ধার হয়।ঘটনাস্থলে বিজেপির সাংসদ অর্জুন সিং আসেন ও পরিবারের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে নজরদারী না চালানোর অভিযোগ।

No comments