Recent comments

ads header

Breaking News

এবার সমাজসেবায় এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পুরাতন বাজারের এক ক্ষুদ্র সবজি বিক্রেতা

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– বর্তমান লক ডাউনের মধ্যে কর্ম হারা হয়ে গিয়েছে দিন আনি দিন খাই পরিবার গুলি, অন্য দিকে সংকটের মধ্যে পড়ে গিয়েছে বিভিন্ন এলাকার দুস্থ পরিবার গুলি, এবার সেই পরিবার গুলির কথা মাথায় রেখে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পুরাতন বাজারের এক ক্ষুদ্র সবজি বিক্রেতা, শুধু তাই নয় অনেক সময় দেখা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সম দূরত্ব বজায় রাখার বার্তাকে তোয়াক্কা না করে ভিড় জমাচ্ছে বাজার ঘাটে, সেই বার্তাকে মাথায় রেখে এই ক্ষুদ্র ব্যবসায়ী এগিয়ে এলো, অন্য দিকে দুস্থ পরিবারের কথা চিন্তা করে এগিয়ে এলো এই ক্ষুদ্র সবজি বিক্রেতা, আলু, পিয়াজ সহ একাধিক সবজি প্যাকেট করে পৌঁছে দেয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, যাতে বাজার ঘাটে এসে জমায়েত না হয় সাধারন মানুষ, যদিও নিজের নাম প্রকাশ করতে চান না এই ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, তার বক্তব্য বংশপরম্পরায় নানান সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবার, আর সেই আদর্শকে পাথেয় করে এগিয়ে এলেন এই ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, জানা গেছে শতাধিক পরিবারের হাতে তুলে দেয়া হয় এই সবজির প্যাকেট গুলি, তার এই প্রয়াস দেখে আপ্লুত হয়েছে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।

No comments