আগুন নেভানোর পরিবর্তে এখন জীবাণু মুক্তির কাজে দিনভর ব্যাস্ত থাকতে হচ্ছে দমকল বিভাগের কর্মীদের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আগুন নেভানোর পরিবর্তে এখন জীবাণু মুক্তির কাজে দিনভোর ব্যাস্ত থাকতে হচ্ছে দমকল বিভাগের কর্মীদের। প্রতিদিনই জলের ট্যাংকে কীটনাসক ভর্তি করে ধনিয়াখালির বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার কাজ চালালেন হুগলী জেলার দমকল কর্মীরা। যেসব জায়গায় নিয়মিত বাসিন্দারা যাতায়াত করছেন, সেইসব এলাকা স্যানিটাইজ করার কাজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
No comments