পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে মাভা নামক স্বেচ্ছাসেবী সংগঠন পেপসিকো ও স্মাইল সংগঠনের পক্ষ থেকে একমাসের রেশন তুলে দেওয়া হলো ২০০ পরিবারকে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে মাভা নামক স্বেচ্ছাসেবী সংগঠন,পেপসিকো ও স্মাইল সংগঠনের পক্ষ থেকে একমাসের রেশন তুলে দেওয়া হলো ২০০ পরিবারকে।বর্তমান লকডাউনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সংগঠনের এই প্রয়াস।পেপসিকোর পক্ষ থেকে তাপস চক্রবর্তী জানান, করোনার কারনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে দেশজুড়ে কাজ করছে। কোম্পানির লভ্যাংশের কিছু অংশ মানুষের কল্যানের জন্য ব্যবহার করা অর্থতেই এই সহায়তাদান।স্মাইল ও মাভাকে সঙ্গে নিয়ে কোলাঘাটের মানুষজনের পাশে দাঁড়ানো হয়েছে।একমাসের এই রেশন ব্যবস্থায় মানুষ যাতে বাড়ি থেকে কম বেরোয় সেটাও লক্ষ রয়েছে কোম্পানির। নোনাচক গ্রাম থেকে এই রেশন ব্যবস্থা বিলি হয় আজ সকাল থেকেই।এলাকাবাসীরা রীতিমতো খুশি।
No comments