লকডাউনের জেরে মাথায় হাত গাঁদা ফুল চাষীদের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লকডাউনের ফলে চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, গাঁদাফুল চাষীদের। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার পানোরডাঙ্গুর গ্রামের গাঁদা চাষীরা প্রায় মুখ থুবড়ে পড়েছেন। যদিও বা ফুল বিক্রি হচ্ছে, তাও আবার পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি দরে। লকডাউন এর ফলে বাজারে ফুলের চাহিদা খুবই কম, সেই কারণে গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে বলে জানায় গাঁদা ফুল চাষীরা। মুখমন্ত্রীর কাছে আবেদন ও করেছেন যাতে করে কিছু ক্ষতিপূরণ এর ব্যবস্থা করে দেন।
No comments