Recent comments

ads header

Breaking News

ছোট্ট রাজন্যার এবারের জন্মদিন কাটলো একটু অন্যভাবে

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক গ্রামের ছোট্ট মেয়ে রাজন্যা ভট্টাচার্য, তার আজ জন্মদিন।কিন্তু বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করলেও,রাজন্যার মন ভরেনি।কারন প্রতিবছরই তার আজকের দিনে জন্মদিনে পেটপুরে খাওয়ানো হতো প্রতিবেশীদের এবং রাজন্যার ছোট্টো বন্ধু বান্ধবীদের।তার সকাল থেকেই মন ভার ছিলো।কারন লকডাউনের জেরে প্রতিবেশী কাউকে ডেকে লোকজন খাইয়ানো এই মুহূর্তে সম্ভব নয়।তাই হঠাৎই মাথায় আসে, বাড়ির পাশেই ৪১ নম্বর জাতীয় সড়ক,আর এই লকডাউনের জেরে গাড়ির ড্রাইভারদের খাওয়ার কষ্ট প্রচন্ড।তাই রাজন্যার কথা রাখতে বাবা পৃথ্বীরাজ ভট্টাচার্য বাড়িতেই রান্নার আসর বসিয়ে দেন।সমস্ত নিয়ম বিধি মেনে রান্নকরে তা প্যাকেট বানিয়ে রাস্তায় পথচলতি গাড়ির ড্রাইভারদের দুপুরের আহার তুলে দিলেন।প্রায় ২৫০ জন গাড়ির ড্রাইভারকে রামতারক গ্রামে তুলে দেওয়া হয় মেয়ের জন্মদিন উপলক্ষে খাওয়ারের প্যাকেট।এদিন রাজন্যাও বাবা ও পরিবারের সাথে এসে গাড়ির ড্রাইভারদের হাতে তুলে দেন খাওয়ারের প্যাকেট।ছোট্ট পাঁচবছরের রাজন্যার জন্নদিন এভাবেই পালন করে খুশি রাজন্যা সহ তার পরিবার।


No comments