কেশাপাট গনেশ পূজো কমিটির উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পাঁশকুড়া ব্লকের হাতিশাল- কেশাপাট গনেশ পূজো কমিটির উদ্যোগে আজ কেশাপাটে ২০০ দুঃস্থ গ্রামবাসীদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী।এবছর এই পূজো কমিটির গনেশ পূজো তৃতীয় বছরে পদার্পন করবে। কিন্তু লকডাউনের কারনে তা অনিশ্চিত।সেইকারনে পূজো কমিটির পক্ষ থেকে এবং ক্লাব সদস্যদের আর্থিক সাহায্যে আজ এলাকার ২০০ মানুষজনকে তুলে দিলেন খাদ্যসামগ্রী।।কেশাপাট,হতিশাল সহ আরো বেশকয়েকটি গ্রামের দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।
No comments