Recent comments

ads header

Breaking News

২১ শে মে পর্যন্ত লকডাউনের পক্ষে রাজ্য, সমগ্র রাজ্যকে ভাগ করা হল তিনটি জোনে

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: এবার রাজ্যকে রেড, অরেঞ্জ, ও গ্রিন জোনে ভাগ করে করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। এই সমস্ত জোনের মানুষ যাতে তাদের এলাকা সম্পর্কে সতর্ক হতে পারে সেই জন্যে সরকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। আগামী 21শে মে পর্যন্ত বিধিনিষেধ থাকবে রাজ্যে। তবে তা কী ধরণের হবে, তার একটি পরিকল্পনা করা হচ্ছে বলে সোমবার জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পরিস্থিতির উপর নজরদারি চালানোর জন্য একটি বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরির কথাও ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে ওই কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, এবং চন্দ্রিমা ভট্টাচার্য থাকছেন। এছাড়া      মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও থাকবেন ওই কমিটিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন যত শীঘ্র সম্ভব রেড জোন কে অরেঞ্জ জোন এবং অরেঞ্জ জোন কে গ্রিন জোন এ পরিণত করতে হবে। তিনি আরও জানান গ্রিন জোনগুলিতে লকডাউন শিথিল করা হবে, এবং অরেঞ্জ জোন কে কিছুটা ছাড় দেওয়া হবে, তবে রেড জোনগুলিতে লকডাউন কঠোর ভাবে পালন করা হবে। 
*(রেড জোন )*-                 কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 
*(অরেঞ্জ জোন )*
দক্ষিণ 24 পরগনা, হুগলী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, দার্জিলিং, নদীয়া, জলপাইগুড়ি, kalingpong 
*(গ্রিন জোন )*
ঝারগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার  

No comments