Recent comments

ads header

Breaking News

স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ধৃত ১

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে সাধারণ অসুখের চিকিৎসার জন্যে বছরে দেড় লক্ষ টাকার বীমা, এবং ক্যান্সার, স্নায়ুর রোগ, হৃদযন্ত্রের অপারেশন ও রক্ত ঘটিত রোগের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার বীমার সুবিধা সরকার নির্ধারণ করেন। ইতিমধ্যেই এই সুবিধার আওতায় এসেছে বহু মানুষ। এবার সেই স্বাস্থ্য সাথী কার্ড করে দেবার নামে এলো  এক অভিযোগ ।  জানা যায় পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মিল্কী ডাঙায় বাড়ি গৌর চন্দ্র দাস গতকাল অভিযোগ করে রায়না থানায়, বর্ধমান থানার অন্তর্গত ভাতশালা পিওন পল্লীর বাসিন্দা  অর্নব মন্ডলের বিরুদ্ধে।  অর্ণব মন্ডল স্বাস্থ্য সাথী কার্ড করে দেবার নামে গৌর চন্দ্র দাসের থেকে 4 লক্ষ 30 হাজার টাকা আত্মসাৎ করে।  রায়না পুলিশ অর্ণব মন্ডলের বিরুদ্ধে এই  অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে কোর্ট এ পাঠানোর ব্যবস্থা করে।

No comments