রাস্তায় ছবি এঁকে করোনা সচেতনতার প্রচার করল পুরুষোত্তমপুর পঞ্চায়েত
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা মোকাবিলা সচেতনতার বার্তা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পুরোষোত্তম গ্ৰামের রাস্তায় ছবি আঁকলেন চিত্র শিল্পীরা।আর তাতে লেখা রয়েছে সকলে বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন, সবাইকে সুস্থ রাখুন।পুরুষোত্তমপুর পঞ্চায়েতের উদ্যোগে করোনা সচেতনতামূলক কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার রাস্তাজুড়ে এই চিত্র ফুটিয়ে তোলা হয়।পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ।
No comments