নববর্ষ উপলক্ষে বর্ধমান স্টেশনের বাইরে ভবঘুরেদের মিষ্টি বিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংস্থা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: এ যেন এক অন্যরকমের নববর্ষের মরসুম। নববর্ষের যে ছবি প্রতিফলিত হয় প্রতি বছর, এই বছর টা যেন পুরোপুরি আলাদা। কয়েকটি মন্দির খোলা থাকলেও সেখানে নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে কেউ কেউ পুজো দিয়েছিলেন। অপরদিকে যেখানে মিষ্টির দোকান গুলো ভিড় সামলাতে ব্যাস্ত থাকে, সেখানে খদ্দের চোখে পড়লোনা। নতুন বছরে যখন পোশাক কেনার ভিড় থাকে, বর্ধমান এর বি সি রোড সেখানে মাস্ক বিক্রি তে ব্যাস্ত। আর এইসবের থেকেও রীতিমতো নজর কারলো মানুষ মানুষের জন্য বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংস্থা। নববর্ষের প্রাক্কালে বর্ধমান স্টেশন লাগোয়া কিছু কেমন জায়গায় ভবঘুরে, অসহায় মানুষদের উদ্দেশ্যে বিলি করলো মিষ্টি।
No comments