বর্ধমানের রাস্তায় রং তুলি দিয়ে এঁকে মানুষকে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দিল সিভিক ভলান্টিয়াররা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আলাদা করে কোনো প্রশিক্ষণ নেই। না আছে কোনো আর্ট কলেজের ডিগ্রি। তবুও কোভিড 19 সচেতনতায় তাদের উদ্যোগে রাস্তায় রঙ তুলি দিয়ে লেখা যেনো আলাদা এক মাত্র জুড়ে দিলো। এইরকম এক মহামারির প্রাক্কালে এইরকম এক প্রচেষ্টায় ব্রতী যারা, তারা পূর্ব বর্ধমান এর খন্ডঘোষ থানার নিয়মিত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা। কোভিড 19 যে কতটা ভয়ঙ্কর সেটা পথ চলতি সাধারণ মানুষকে বোঝাতেই রাস্তার উপর লিখে বার্তা দেবার এক পন্থা। বাঁকুড়া বর্ধমান বর্ডার এ, বোয়াইচন্ডী সিনেমাতলা চেক পোস্টে দেখা গেলো এইরকম এক চিত্র।
No comments