কোলাঘাট ব্লকের ছাতিন্দা গ্রামে ব্রাহ্মণ ট্রাস্ট কোলাঘাট শাখার পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট ব্লকের ছাতিন্দা গ্রামে আজ ব্রাম্ভন ট্রাস্ট কোলাঘাট শাখার পক্ষ থেকে ১৩০ জন দুঃস্থ ব্রাম্ভনদের তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী।তবে এদিন ব্রাম্ভন ট্রাস্টের পক্ষ থেকে সমাজে করোনা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন ডাক্তারের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্তারা।তাই এদিন কোলাঘাট বীট হাউস থানার আই সি ও কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল কে ব্রাম্ভন ট্রাস্টের পক্ষ থেকে প্রদীপ জ্বালিয়ে ও হাততালির মাধ্যম দিয়ে বরন করে নেওয়া হয়।সবমিলিয়ে অভিনবভাবে এই খাদ্যসামগ্রী বিলি করা হয়,লকডাউনের জেরে একপ্রকার কর্মহীন দরীদ্র ব্রাম্ভনদের।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাম্ভন ট্রাস্ট্রের কষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় চক্রবর্তী,এছাড়াও ছিলেন রাজীব জৈন সহ বিশিষ্টজনেরা।
No comments