Recent comments

ads header

Breaking News

খিদের জ্বালায় পায়ে হেঁটেই রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে, মাঝপথে আটকে দিল পুলিশ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: পেট আর বারণ মানছিল না।অগত্যা  মুর্শিদাবাদে ও বীরভূমের বাসিন্দা ৭ জন নির্মাণশ্রমিক  যাঁরা কর্মোপলক্ষ্যে  কলকাতায় ছিলেন,  তাঁরা পায়ে হেঁটে ফিরছিলেন।বুধবার কলকাতা থেকে যাত্রা শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলায় ঢুকে  পড়েন নির্মাণ শ্রমিকরা।লক্ষ্য ছিল পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করা।   ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে তাঁরা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন বারাসাত থানার পুলিশের নজরে পড়তেই পুলিশ উদ্যোগী হয়। তাঁদের আপাতত ঠিকানা  বারাসাতের একটি কোয়ারেন্টাইন সেন্টার। 

 কলকাতা সাইন্সসিটি সংলগ্ন এলাকায় কর্মরত   নির্মাণশ্রমিকদের  দলটি লকডাউনের আগে  কালিকাপুরে আস্তানা গেড়েছিল । একমাস কাল যাবৎ  লক ডাউনের মধ্যে  তাঁদের কাজ নেই। তাঁদের না আছে খাদ্য, না আছে অর্থ। বাড়ি ফেরার যানবাহন ও নেই। প্রায় অভুক্ত অবস্থায় তাঁদের কাটছিল। অবশেষে অভুক্ত অবস্থায়  থেকে হেটেই নিজের নিজের বাড়ির দিকে ফিরতে মনস্থ করে। বুধবার তাঁরা নিজেদের বাড়ি  মুর্শিদাবাদের খড়গ্রামও বীরভূমের  দিকে রওয়ানা  হয়। তাদের মধ্যে চারজন  মুর্শিদাবাদের ও তিন  জন বীরভূমের বাসিন্দা।  বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে শশা মুড়ি খেয়ে জিরিয়ে নিচ্ছিলেন  তাঁরা। বিশ্রামরত  দেখে বারাসাত থানার পুলিশ তাদের পানীয় জল দেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে, এবং তাদের বারাসাত থানায় নিয়ে আসা হয়। তাদের আপাতত কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সুস্থ বুঝলে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবে পুলিশ।

No comments