Recent comments

ads header

নৈহাটি পুরসভার ৭ নং ওয়ার্ডে খোঁজ মিলল করোনা আক্রান্তের, সিল করা হল এলাকা

সৌভিক সরকার, নিউজ অনলাইন:  ভাটপাড়ার পর নৈহাটীতে করোনা পজিটিভ ধরা পড়ল। নৈহাটী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বেলতলার বাসিন্দা ক‍্যানসার আক্রান্ত এক মহিলা গত চার দিন আগে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সূত্রের খবর, মঙ্গলবার তাঁর শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই বিকেলে ওই মহিলার স্বামী সহ দুই ছেলে ও বাড়ির রান্নার মহিলাকে বারাসাতের এডামাস কোয়ারন্টাইনে পাঠানো হয়।এমনকি ওই মহিলার স্হানীয় এক চিকিৎসককে ১৪ দিন হোম কোয়ারন্টাইনে থাকতে বলে প্রশাসন। পুলিশ গরিফার ওই এলাকাটি সিল করে দিয়েছে। এমনিতেই ব‍্যারাকপুর লাল জোনে রয়েছে। ক্রমশ উদ্বেগ বাড়ছে। এলাকবাসি আতঙ্কে রয়েছে।
       
    অপরদিকে নৈহাটি পৌরসভা অন্তর্গত 7 নম্বর ওয়ার্ড করোনা পজেটিভ এলাকা সিল হয়েছে পুরো ওয়ার্ড ঘুরে দেখলেন ব্যারাকপুর এর পুলিশ কমিশনার মনোজ ভার্মা কড়াকড়ি আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

No comments