Breaking News

স্ট্রবেরি, জারবেড়া, এলোভেরা চাষে বিশাল ধাক্কা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: চিরাচরিত চাষের বদলে ঝুকি নিয়ে সব্জি, ফুল, ফল চাষে ঝুকেছিলেন পূর্ববর্ধমান জেলার নন্দন পুরের গুণধর সাহানা। টানা লকডাউন এ মাথায় হাত পড়েছে তার। গতানুগতিক ধান, আলু চাষের পাশাপাশি বিকল্প হিসাবে ফুল ও ফল চাষে ও উৎসাহিত করতেন তিনি। বহু চাষীও সারা দেয় তার ডাকে। কিন্তু নভেল করোনা ভাইরাস প্রতিরোধ এ যে লকডাউন পদ্ধতি জারি আছে, তাতে করে নার্সারির উৎপাদিত কোনো ফুল, ফল বাজারজাত করা যাচ্ছে না। গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে।

No comments

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুরে

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুরে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ...