লকডাউনের মধ্যে কালোবাজারি রুখতে ইবি ও পুলিশের হানা নারায়নপুর বাজারে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
লকডাউনের মধ্যে নারায়নপুর বাজারে শাক সবজি, আলু, পিঁয়াজ, মাছ, মাংসের মূল্য বাজার ছাড়া নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ পেয়ে আজ ইবির(ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ) অফিসাররা হানা দেয়। ইবি ও নারায়নপুর থানার পুলিশ যৌথভাবে নারায়নপুর বাজারে হানা দেয়। বাজার করতে আসা মানুষের সঙ্গে কথা বলেন ইবি অফিসার রত্নেশ্বর দাস ও নারায়নপুর থানার আইসি তুষার কান্তি সরদার। লকডাউনের পর নারায়নপুর বাজারে কাঁচা সবজি থেকে মাছ ও মাংসের দাম অত্যাধিক নেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেন ক্রেতারা। বিক্রেতাদের সঙ্গে এব্যাপারে কথা বলেন ইবির অফিসাররা। সঠিক মূল্যে জিনিসপত্র বিক্রি করার নির্দেশ দেন ইবি অফিসাররা। দোকানের সামনে জিনিস এবং মূল্যের তালিকা দিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।
No comments