ত্রাণের দাবিতে বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
ত্রাণের দাবিতে অবরোধ স্থানীয় বাসিন্দাদের পুলিশ বোঝাতে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে বেধড়ক মারধর করে। পুলিশের মাথা ফাটিয়ে দিল। পাল্টা লাঠিচার্জ পুলিশের ঘটনাস্থলে উত্তেজনা। বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলার ঘটনা। শারীরিক দূরত্ব বজায় রেখে বুধবার সকাল আটটা থেকে বসিরহাট-বনগাঁ রোডের জোড়া অশ্বততলায় থালা হাতে ত্রাণের দাবিতে অবরোধ করেন দাসপাড়া ও কাহারপাড়ার বাসিন্দারা। থালা হাতে রাস্তা অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গেলে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। রাজনৈতিকভাবে বৈষম্য করা হচ্ছে। পাশাপাশি এই পৌরবাসীর অবরোধ করার পিছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। মোট ৪ জন পুলিশ আক্রান্ত। বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে বসিরহাট, মাটিয়া ও বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বিক্ষোভকারীদের আটক করেছে।
No comments