বিদ্যালয়ের ৯৮ তম বর্ষে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল কোলা উনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ প্রিয় বিদ্যালয় কোলা উনিয়ন উচ্চ বিদ্যালয়ে 98 তম জন্মদিন। শতবর্ষের প্রাক্কালে 95 তম বর্ষ হতে বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে আড়াম্বরের সাথে এই দিনটিকে পালন করা হলেও এই প্রতিকূলতায় তা করা হয়নি।সামাজিক দূরত্ব মেনে কেবল বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও মাল্যাদানের মধ্য দিয়ে দিন টিকে পালন করা হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে 50 টি পরিবার কে খাদ্য সামগ্রী ও সাবান দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা দের পক্ষ থেকে দ্বিতীয় দফায় 20,000 হাজার টাকার চেক করোনা ত্রান তহবিলে জন্য কোলাঘাট এর বি. ডি.ও মাননীয় মদন মণ্ডল মহাশয় এর হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য।
এই নিয়ে বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষিকা দের পক্ষ থেকে মোট 40,000 হাজার টাকা করোনা ত্রান তহবিলে দান করা হলো।
No comments