Breaking News

লকডাউনের ফলে বন্ধ দোকানপাট, খাবার জোগাতে হিমশিম খাচ্ছে ভবঘুরেরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লকডাউন এর ফলে বন্ধ প্রায় দোকানপাট। বন্ধ কারখানা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলিও। রাস্তা প্রায় জনমানবহীন। যেটুকু অর্থ ছিল হাতে, তাই দিয়ে মধ্যবিত্তরা কিছু কেমন রসদ জোগাড় করে রাখলেও, এর মাঝে ভাড়ার এ টান পড়লে কতটা পরিমান খাদ্য সামগ্রী পাবে সেটা হয়তো বলা সম্ভব নয়। তবে লকডাউন এর মত কঠিন পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন ভবঘুরে এবং পথ বাসীরা। আগে রাস্তার দোকান বা হোটেল গুলো থেকে কিছু কেমন খাবার পেলেও, এবার সেটা একেবারেই বন্ধ। ভীষণ সংকটে তারা। দোকানপাট বন্ধ, লক জন নেই রাস্তায়, চাইবে কাকে?  চেয়ে খাবার মতন অবস্থাটাও নেই তাদের।

No comments

হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পক্ষ থেকে বীজপুরের করোনা যোদ্ধাদের দেওয়া হল সম্বর্ধনা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বুধবার হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের উদ্যোগে অভিনব প্রয়াশ দেখল গোটা বীজপুর। আমফান ঝড় ও করোনাভাইরাস প...