করোনা মোকাবিলায় সচেতনতার প্রচারে নামল খন্ডঘোষ থানা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা মোকাবিলায় সচেতনতার প্রচারে নামল খন্ডঘোষ থানার পুলিশ প্রশাসন। CIC সঞ্জয় কুন্ডুর নেতৃত্বে, পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের, বাদুলিয়া এলাকায় মাইকইং করে প্রচার করেন তারা। পাশাপাশি C.I.C(সদর ) সঞ্জয় কুন্ডু এলাকাবাসীকে সতর্ক ও করেছেন, যাতে অযথা কেউ বাইরে না বের হয়। সাথে এই লকডাউন এ কোথাও কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেইদিকটাও ক্ষতিয়ে দেখেন তিনি। উল্লেখ করোনা মোকাবিলায় প্রথম থেকেই একাধিক পদক্ষেপ করতে দেখা যায় পূর্ব বর্ধমানের পুলিশ প্রশাসনকে।
No comments