লোকনাথ তিরোধান তিথি মহোৎসব রাজনগরে
উত্তম মন্ডল, রাজনগর: ত্রিকালদর্শী মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১২৮ তম তিরোধান তিথি-মহোৎসব ধুমধামের সঙ্গে আয়োজিত হলো।জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। এই উপলক্ষে আজ রাজনগর ছোটবাজার কুশকর্ণী নদীর ধারে লোকনাথ মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। পুজো শেষে দুপুরে ভক্তদের জন্য ছিল খিচুড়ি ভোগের ব্যবস্থা। উদ্যোক্তাদের তরফে অশোক সাধু ও উত্তম কুমার মণ্ডল জানান, জনসাধারণের সার্বিক সহযোগিতায় সকলের মঙ্গল কামনায় বিগত ১৫ বছর ধরে এই পুজো হয়ে আসছে। অন্যদিকে, রাজনগর পঞ্চায়েত সমিতির বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বলেন, আমি এখানে প্রতি বছরই আসি। এবারও এসে ভালো লাগছে। বহু মানুষ এখানে এসেছেন।
No comments