ভোটে জিতে বসিরহাটে ঈদ উৎসব উৎযাপন করতে চান বসিরহাটের নব নির্বাচত সাংসদ
নিউজ অনলাইন : আগামী ঈদ উৎসবকে সোমবার বসিরহাটের ত্রিমোহনী তে ১২ নং ওয়ার্ডের উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপেন্দু বিশ্বাস, ১2 নং ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড কমিটির নেতা ও উদ্যোক্তা মেজকাতুর রহমান টাকি পৌরসভার উপ পৌর প্রধান আজিজুল গাজী সহ এলাকার তৃণমূল নেতৃত্ব সহ স্থানীয় নেতা নেত্রীরা। ভোটে জেতার পর এই প্রথম বার উপস্থিত হন নুসরাত জাহান।
এদিন তিনি বলেন, '' বসিহাট ত্রিমোহিনী টাকি রোডের পাশে 28 রমজানে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় 2000 দুস্থ ও অভাবী হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ কে দেয়া হয়েছে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান যেতেন তিনি ভোটের আগে বলেছিলেন আমি আপনাদের পরিবারের একজন মেয়ে আপনারা আমার অভিভাবক যে তার পরে আজ এই ইফতার পার্টিতে আসেন এবং তিনি আরও একবার মনে করিয়ে দিবেন আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো এবার ঈদ আপনাদের সঙ্গে কাটাবো আপনারা যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা দিয়েছেন আপনাদের পাশে সব সময় আমি থাকবো
No comments