মোদির শপথগ্রহনের পরে বিজেপি কর্মীদের উল্লাস বীজপুরে
নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই বিজপুর বিধায়ক শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দেয় তারপরই বিজেপি কর্মীদের উল্লাস যেন আরও দ্বিগুন হয়ে যায়। গতকাল কাঁচরাপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের মহাজাতি ক্লাবে এক বিশাল চড়ুইভাতির অনুষ্ঠান হয় বিজেপির পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডলের যুব নেতা ও কর্মীরা সহ মিমি হালদার বিজেপির মহিলা মোর্চার জিএস ব্যারাকপুরের ও সজল কর্মকার ডিসটিক মেম্বার উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুদীপ্ত দাস জেলা মেম্বার অশোক দাস বিশ্বনাথ ধর প্রমুখ।
No comments