কাঁচরাপাড়া রেল স্টেশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত এক ঠিকা কর্মী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: লকডাউনে পেটের টানে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বেশকিছু ঠিকা কর্মী কাঁচরাপাড়া রেল স্টেশন সংলগ্ন রেলের কাজে জঙ্গল পরিষ্কার করছিলেন । মাটির ভেতরে কারেন্টের তার থাকায় দেখতে না পারায় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কারেন্টে শক খেয়ে মৃত্যু হল বছর পঞ্চাশের লালচাঁদ শেখ নামে ঠিকা কর্মীর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা। কিভাবে কারেন্ট শক খেয়ে মৃত্যু হল ওই ঠিকা কর্মীর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments