কাঁচরাপাড়ায় প্রায় ৬ কোটি টাকার বেআইনি সাপের বিষ সহ আটক পাঁচ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: গোপন সূত্রে খবর পেয়ে বুধবার কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার তৎপরতায় উদ্ধার হল বিষধর কোবরা সাপের বিষ। এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে আটক করে বীজপুর থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই নদীয়া ও হুগলির বাসিন্দা। অভিযুক্তরা হলেন আখতারুজ্জামান (২৬) , গণেশ মণ্ডল (৩৫) দেবাশিস মজুমদার(২৫), সুজিত বর্মন (৩৫) রাম চন্দ্র ঘোষ (৩৬) । ইতি মধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। আটক করা হয়েছে একটি xuv500 গাড়ি যার নাম্বার হল:WB 02AB3224.
No comments