বীজপুরে বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা দিদি, মা ও বাবাকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আট মাসের অন্তঃস্বত্ত্বা মহিলাকে মারধোর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হালিশহর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে। ওই মহিলার বাবা ও মাকে মারধোর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, আক্রান্ত মহিলার ভাই সুমন দে বিজেপি কর্মী। যদিও সুমন নির্বাচনের আগে নিস্ক্রিয় হয়ে গিয়েছিলেন। স্থানীয়দের দাবি, ভাই বিজেপি করার অপরাধে দিদি ও বাবা-মায়ের ওপর হামলা দুষ্কৃতীদের। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।
তবে এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা পার্লামেন্টারি সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের হালিশহরের যুবনেতা দিব্যেন্দু সরকার জানান এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের প্রশাসন সঠিক ব্যবস্থা নিয়ে তাদের শাস্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা রাজনীতি করেনা ।
No comments