টিটাগড়ে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: টিটাগর বউ বাজার এলাকার বাসিন্দা হোয়াই মধু রাও পেশায় দর্জির দোকান আনুমানিক বয়স ৫৪ সক্রিয় বিজেপি কর্মী. তিনি গতরাতে নিজের দোকানে বসে ছিলেন হঠাৎ করে দশ-বারোজন বাইকে করে এসে তাকে ৫ রাউন্ড গুলি চালায় এবং একটি গুলি তার বুকে লাগে সাথে সাথে সেখানকার বাসিন্দারা তাকে স্থানীয় বেসরকারি হাসপাতাল বিএমআরসি তে নিয়ে যায় এবং সেখান থেকে অবস্থার অবনতির জন্য তাকে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়.
অপরদিকে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা তিনি অভিযোগ করেন, আজ তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তীর একটি মিছিল এখান দিয়ে যাচ্ছিল, সেই সময় সেই মিছিল থেকে কিছু জন এসে তাকে মারতে যায়, স্থানীয় লোকেরা তখন সে তাকে ছাড়িয়ে দেয়, ঠিক ওই মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দশ বারোজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে পরপর 5 রাউন্ড গুলি চালায়, বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার অভিযোগ হোয়াই মধু রাও তিনি আগে তৃণমূল করতেন এখন তিনি বিজেপির সক্রিয় কর্মী।
No comments