শিলিগুড়িতে এসে পৌঁছাল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করতে শিলিগুড়ি এসে পৌঁছালেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা,উপ নির্বাচন কমিশন সুদীপ জৈন সহ নির্বাচন কমিশনের ছয় সদস্য। এদিন বেলা ১২টা ২৮ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান সুকনার একটি বেসরকারি হোটেলে। সোমবারই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ১৩ সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল। জানা গিয়েছে যে এদিন উত্তরবঙ্গের আট জেলার জেলা প্রশাসন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।
No comments