শ্যামনগরে পরিত্যক্ত বাড়ি পরিষ্কার করার সময় বোমা ফেটে আহত ১
দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর, নিউজ অনলাইন:
পরিত্যক্ত বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে ওই বাড়ির ভেতরে রাখা বোমা ফেটে জখম এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শ্যামনগরের ব্যানার্জি পাড়া এলাকায় ভাটপাড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ব্যানার্জি পাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঐ বাড়ির মালিক সুব্রত সরকার দুজন কর্মীকে কাজে লাগায়। সকাল থেকে ওই দু'জন বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় হঠাৎই একটি বোমা বিস্ফোরণ হয় ।এর জেরে সুধাংশু মন্ডল নাম একজন জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে আতঙ্ক শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
No comments