"এবার তোর পালা" রক্ত মাখা খাম দিয়ে হালিশহরে বিজেপি কর্মীকে হুমকি
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগনা:
২৭শে ফেব্রুয়ারি রাত্রিবেলা উত্তর ২৪ পরগনার হালিশহর খাসবাটি সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী শুভাশিস মৈত্র ওরফে জুয়েলের বাড়িতে রক্তে লেখা খোলা চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হল। সাথে খামের ভেতর দেওয়া হল আগুনে পোড়া বিজেপির ফ্ল্যাগ। এই ঘটনার পর আতঙ্কে ভুগছে গোটা পরিবার। খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। ইতিমধ্যে বীজপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপির অভিযোগ যত নির্বাচন এগিয়ে আসছে, তৃণমূল তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে, তাই এইভাবে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।
No comments