ব্যাট হাতে নিয়েই ভয়ঙ্কর খেলার হুঙ্কার অনুব্রত মন্ডলের
রোহিত সেখ , নিউজ অনলাইন, বোলপুর , বীরভূম:
খেলার মাঠে অনুব্রত মণ্ডল , এবারে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার বোলপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ ছিল সেই খেলার অন্তিম দিন অর্থাৎ ফাইনাল খেলা ।সেই খেলায় বোলপুর ডাকবাংলা মাঠে আসেন অনুব্রত মণ্ডল, ব্যাট হাতে নিয়ে বলে সরাসরি ছক্কা হাকানোর চেষ্টা করেন অনুব্রত মণ্ডল ।
পরে তিনি বলেন, ২০১৭ সাল থেকে তিনি খেলা শুরু করেছিলেন সাংবাদিকদেরকে আবারও তিনি বলেন ঘড়ি দেখে মনে আছে ৯ টার পরে ভয়ঙ্কর খেলা স্টার্ট করব , ২০১৭ সাল থেকে খেলা স্টার্ট করেছি। অনুব্রত মণ্ডল ২০১৭ সালে বোলপুরের শিবপুর মৌজা জমি আন্দোলনের সময় বীরভূম জেলার পুলিশ এর ডিএসপি হেডকোয়াটার কাশীনাথ মিত্রকে ঘড়ি দেখে বলেছিলেন তাদের কর্মীদের বাইক যদি গ্রাম থেকে অবিলম্বে বের করে এখানে আসা হয় , রাত্রি নটার মধ্যে ঢুকে তিনি ভয়ঙ্কর খেলা খেলে দেবেন। আজ আবারো সেই কথা মনে পড়িয়ে দিলেন অনুব্রত মণ্ডল।
No comments