জম্মুতে রাইফেল সুটিং চলাকালীন বন্দুকের ব্যারেল ব্লাস্টে সৈনিক সায়নের মৃত্যু, শোকের ছায়া কাঁচরাপাড়ায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগনা:
জম্মুতে আখনুর সেনাছাউনিতে ৭৩ নং রেজিমেন্ট এর রাইফেল সুটিং চলার সময় নিজের বন্দুকের ব্যারেল ব্লাস্ট করে মারা গেলেন কাচড়াপাড়ার নাগদা গ্রামের বাসিন্দা সায়ন ঘোষ।আজ সায়নের শেষ রাইফেল ট্রেনিং।আজ যে এভাবে মারা যাবে সায়ন তা ভেবেই উঠতে পারছে না সায়নের পরিবার। দুই বছর হয় সায়ন সেনাবাহিনী তে চাকরি পেয়েছে।এর আগে পুলিশে ও সায়ন চাকরি পেয়েছিলো। কিন্তু যেহেতু বাবা শংকর ঘোষ ও সেনাবাহিনী তে চাকরি করেছেন, সেহেতু সায়ন কেও মন টেনে ছিলো। তাই পুলিশের চাকরি ছেড়ে সেনাবাহিনী তে যোগদান করেছিলো সায়ন।এলাকায় নামি ফুটবলার নামে পরিচিত সায়ন। আজ সায়নের মৃত্যুর খবর বাড়িতে আসতেই ঘোষ পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
No comments