Recent comments

ads header

Breaking News

"প্রোগ্রেসিভ নার্সিংহোম হাসপাতাল অ্যাসোসিয়েশন" এর তৃতীয় রাজ্যসম্মেলন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের লালবাগে

অভিজিৎ ঘোষ, মুর্শিদাবাদ: সারারাজ্যের বিভিন্ন জেলার স্বাস্থ্য-পরিষেবা প্রদানকারী সংস্থা, নার্সিংহোম ও হাসপাতাল গুলির ঐক্য মঞ্চ "প্রোগ্রেসিভ নার্সিংহোম হাসপাতাল অ্যাসোসিয়েশন" এর তৃতীয় রাজ্যসম্মেলন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের লালবাগে। স্বাস্থ্য পরিষেবার একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়। জানা গিয়েছে, একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের যথেষ্ট ঘাটতি রয়েছে। আর সেই সমস্যা মেটাতে রাজ্য সরকারের সহায়তায় মেডিক্যাল কলেজ, নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজ স্থাপনের ব্যাপারে সংগঠনের তরফে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া উন্নত স্বাস্থ্যপরিষেবার লক্ষ্যে জেলা হাসপাতাল সহ বিভিন্ন সুপারস্পেশালিটি হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নেও সরকারকে সহযোগিতা করবে অ্যাসোসিয়েশন। এবিষয়ে সংগঠনের সহ সভাপতি মলয় পীট বলেন, স্বাস্থ্য পরিকাঠামোর সমস্ত ধরনের বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কোনরকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সংগঠন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া মানুষের স্বার্থে অ্যাসোসিয়েশন সরকারের পাশে থেকে সবরকমের কাজ করে যাবে। এতে আগামীদিনে স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত হবে।

No comments