পদ্মশ্রী প্রাপক শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়কে মানীশ্রী সম্মান প্রদান করা হল
অভিজিৎ ঘোষ, গুসকরা: পদ্মশ্রী প্রাপক শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়কে মানীশ্রী সম্মান প্রদান করা হল। গুসকরা পৌর উৎসব ও রটন্তীকালী মেলার মঞ্চে “কামদুঘা” পত্রিকার তরফে এই সম্মান জানানো হয়। সেখানে পত্রিকার সাহিত্যসভার আসরে বেশ কয়েকজন সাংবাদিক, সাহিত্যিক সহ সমাজের গুণীজনদেরও সংবর্ধনা দেওয়া হয়। গান, কবিতা, আবৃত্তিতে জমে ওঠে সহিত্যসভার আসর। কামদুঘা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ৩৫ তম বর্ষে পর্দাপন করে পত্রিকার সাহিত্যসভা। এদিন মেলার একপাশে হাজার হাজার মানুষ দেবীর অন্নকূট প্রসাদ গ্রহণ করেন। অন্যদিকে মঞ্চে চলে সাহিত্যসভার অনুষ্ঠান। আর শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়ের আগমনে সেই অনুষ্ঠান আলোকিত হয়ে ওঠে। ওনার মত মানুষকে অনুষ্ঠানে পেয়ে আমরা গর্বিত।
No comments