পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন, গণনা ২ রা মে
নিউজ অনলাইন ডেস্ক : ২৬শে এপ্রিল দিল্লীতে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন।
পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনে মোট ৮ দফায় নির্বাচন করতে চলেছে নির্বাচন কমিশন। এবং ভোটের ফল ঘোষণা হবে ২রা মে। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এবার প্রায় ১ লক্ষের উপর বুথের ব্যাবস্থা করা হচ্ছে।
West Bengal Elections in 8 phases
Phase 1- March 27th (30 AC)
Phase 2- 1st April (30 AC)
Phase 3- 6th April (31 AC)
Phase 4- 10th April (44 AC)
Phase 5- 17th April (45 AC)
Phase 6- 22nd April (43 AC)
Phase 7- 26th April (36 AC)
Phase 8- 29th April (35 AC)
Counting - 2nd May
No comments