বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি, মৃত এক বিজেপি কর্মী
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন, দার্জিলিং:
সোমবার বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির ফুলবাড়ি ও তিনবাত্তি এলাকা। এবং কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। ওই বিজেপি কর্মীর নাম উলেন রায়। সে গজলডোবা এলাকার বাসিন্দা। এদিন সকালে দুদিক থেকে মিছিল বের হয়। একটি মিছিল রওনা দেয় ফুলবাড়ি থেকে এবং অন্য মিছিল বের হয় জলপাই মোড় থেকে। এরপর মিছিল তিনবাত্তি মোড়ের দিকে এগোতেই পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভাঙ্গার চেষ্টা করে বিজেপি কর্মীরি। এরপর পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এবং বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর পুলিশ বিজেপি কর্মীদের হটাতে এগিয়ে যায় পুলিশ। এবং বেশ কিছু বিজেপি কর্মীদের আটক করে নিয়ে। অপরদিকে ফুলবাড়ি থেকে মিছিলটি এগোতেই উত্তরকন্যা যাওয়ার সময় পুলিশের ক্যানেল সেতুর ব্যরিকেড ভাঙতে যায় । সেই সময় জলকামান ব্যবহার করে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে চকোলেট বোমা,ঢিল ছোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। এবং পুলিশের কাঁদানে গ্যাসের শেলে বিজেপি কর্মী উলেন রায় অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পরে তাঁকে মহারাজা অগ্রসেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকরা চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
No comments